ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হালদা নদী থেকে ২০ থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবারর দুপুরে ইউনিয়নের ভাতগাঁও গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের পাশে হালদা নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। খবর পেয়ে বিকেলে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত ওই ভাসমান লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এসময় ছাতক সার্কেল এর এএসপি বিল্লাল হোসেন, ছাতক থানার ওসি মস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহেল রানা যুবতীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, গেল ৩০ জুন একই এলাকা থেকে অজ্ঞাতনামা আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। পুলিশের ধারনা বন্যার পানিতে লাশগুলো ভেসে এসেছে।
Discussion about this post