পাবনার চাটমোহরের দুই কৃতি সন্তান RAB – 4 এর অধিনায়ক এডিশনাল ডি আই জি মোঃ মোজাম্মেল হক,বিপিএম(বার),পিপিএম মহোদয় পাবনা ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনার চাটমোহর উপজেলার সর্বস্তরের সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সেই সাথে এলাকায় বসবাসরত নিজ গ্রাম সহ আস পাশের সাধারন মানুষ ও এলাকার মুরুব্বিয়ান গুরুজন। এবং পাবনা চাটমোহরের আরেক জন কৃতিসন্তান হলেন (ডিআইজি ক্রাইম ম্যানেজম্যান্ট বিপিএম) ওয়াই এম বেলালুর রহমান মহোদয়। পাবনা ফাউন্ডেশনের যুগ্নসম্পাদক মনোনিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাটমোহর উপজেলা বাসী। এবং তাদের চাকুরি জীবন সুন্দর ও সুখোময় হয় এই প্রত্যাশা করেন এবং দীর্ঘায়ু জীবন কামনা করেন।
Discussion about this post