ঘরে বসেই খুব সহজে টেস্ট করা যাবে করোনাভাইরাস। এমন পরীক্ষা করার কিট তৈরি করছে ম্যানচেস্টার ইউনিভার্সিটির গবেষকেরা। মিরর অনলাইন জানিয়েছে, সেপ্টেম্বর নাগাদ এটি বাজারে আসতে পারে।
গর্ভাবস্থা পরীক্ষা করার মতো হাতে ধরার ছোট্ট একটি ডিভাইস দিয়ে নিজেই করোনা টেস্ট করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
নভেল করোনাভাইরাস পরীক্ষার এখন পর্যন্ত কার্যকরী পদ্ধতির নাম পিসিআর। এটি বেশ ব্যয়বহুল। কয়েকটি দেশ অ্যান্টিবডি টেস্টের চেষ্টাও করছে। বাংলাদেশে যেমন ‘র্যাপিড ডট ব্লট’ প্রক্রিয়ায় ১৫ মিনিটে পরীক্ষার চেষ্টা করা হচ্ছে। তবে এসবের একটিও বাড়িতে বসে করা যায় না।
ম্যানচেস্টার ইউনিভার্সিটি বলছে, মানুষের কোষে থাকা ‘সুগার চেইন’ পরীক্ষা করে তারা ভাইরাস শনাক্ত করবে।
তিনি জানান, শরীরের কোষগুলো গ্লাইকান নামক কিছু সুগার চেইন দিয়ে ঢাকা থাকে। এগুলো টিস্যুর কিছু স্বাভাবিক কাজে ব্যবহৃত হয়। সংক্রমণের জন্য ভাইরাস এসব গ্লাইকান ব্যবহার করে।
ফিল্ড জানান, তিনি এবং তার দল আইসনি ডায়াগনস্টিক্সের সঙ্গে যৌথভাবে ডিভাইসটি তৈরির চেষ্টা করছেন।
এই কিট দিয়ে করোনা পরীক্ষা ঠিক কতটা নির্ভুল হবে, তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। তবে বিজ্ঞানীরা বলছেন, বাড়িতে বসে এটি ব্যবহার করলে সাধারণ জ্বর এবং কভিড-১৯’র পার্থক্য বোঝা যাবে।
Discussion about this post