আজ শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার বার্থী তারা মায়ের মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি উল্টে দুই আরোহী আহত হয়েছেন।
নিহত সুমন উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের মেয়াজউদ্দিনের ছেলে। গুরুতর আহতাবস্থায় মো. ফয়সাল (২৩) ও মো. রাজুকে (২৪) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহাবুব জানান, মোটরসাইকেলের ধাক্কায় আহত সুমনকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।
Discussion about this post