চলতি অর্থবছরের দ্বিতীয় বৃহত্তর বাজেট এটা। বাজেটে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৫শ’ ৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা।
মেয়র জানান, বিভিন্ন জোনের সংযোগ সড়ক প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণের জন্য তিন হাজার ৮শ’ ২৮ কোটি টাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী তিন বছরের ভবিষ্যৎ পরিকল্পনায় ২০২০-২০২৩ অর্থবছরের বাজেটে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ রাখা হয়েছে।
Discussion about this post