গাইবান্ধা থেকে: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা প্রবঞ্জন বাবু, উপজেলা প্রশাসনকে তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকে অবৈধ বালু উত্তোলন কারীদের নিকট থেকে মোটা অংকের অর্থ বানিজ্য করেই আচ্ছেন তিনি । বর্তমানে ধোপাডাঙ্গার বজরা হলদিয়া, কিশামত হলদিয়া মৌজায় দীর্ঘ ৪/৫ মাস থেকে, ৮ টি স্থানে ভূগর্ভের রাষ্ট্রীয় সম্পদ বালু উত্তোলন চলছে । প্রবঞ্জন বাবুকে বালু ব্যবসায়ীগণ অর্থদিতে দেড়ি হলে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাড়া সেই উত্তোলন মেশিন যব্ধ করে থাকেন । এলাকাবাসীর ব্যাপক অভিযোগ, অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে, সাধারন মানুষের চলাচলের কাচা পাকা ও আধা পাকা রাস্তা গুলি বেহাল দশায় পরিনিত হয়েছে, উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও, প্ররঞ্জন বাবু উত্তোলন কারীদের সহযোগিতা করেই চলছেন । অবৈধ ভাবে বালু উত্তোলন কাজ বন্ধের জন্য,ধোপাডাঙ্গা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা প্রবঞ্জন বাবুর সঙ্গে কথা হলে, তিনি সাংবাদিকদের বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করতে হবে, উপজেলা প্রশাসন প্রবঞ্জন বাবুকে নির্দেশ দিলে তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, তা না হলে কিছু করার নেই বলে জানান তিনি । অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল রহমানের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিকদের জানান এ বিষয়ে তিনি অবগত নন, ভূগর্ভের বালু উত্তোলন কারা আইন গত দন্ডনিয় অপরাধ, উত্তোলন কারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা । স্থানীয় সচেতন মহলের দাবি, ধোপাডাঙ্গা ইউনিয়নের অবৈধ বালু ব্যবসায়ী, বকুল মিয়া, খুশী মিয়া, মোস্তা মিয়া, রবিউল ইসলাম, রাজু ভাটিয়া, সাজু মিয়া ও রাজু মিয়ার, বিরুদ্ধে দ্রুত ভূমি আইনে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জোড় দাবি জানিয়েছেন
Discussion about this post