আর.জে. মিজানুর রহমান (ইমন) ময়মনসিংহ-তারাকান্দা প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকার কর্মসূচীর মধ্যে ময়মনসিংহে হতদরিদ্রের জন্য দেওয়া সরকারি ১৬ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষারের নেত্বত্বে ভ্রাম্যমাণ আদালত এ চাল উদ্ধার করে । আগে থেকে চলমান বিভিন্ন খাদ্য কর্মসূচী ছাড়াও সাধারণ ছুটির মধ্যে সরকার দরিদ্র মানুষের জন্য ৯কোটি ৮১লাখ টাকা এবং ৩০হাজার ৬১৭ টন চাল বিশেষ বরাদ্দ দেয় । দেশব্যাপী সেই সব চাল বিতরণ করা চলাকালেই চুরির ঘটনা ঘটল, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার বইলর ইউনিয়ন হতদরিদ্রের জন্য খাদ্য বান্ধব কর্মসূচী ডিলারের দোকানে বিতরণের জন্য দুই বস্তা চাল আছে আর কোন চাল নেই, চাল নিতে আসা গরীব দুঃখী মানুষের এমন অভিযোগর প্রেক্ষিতে অভিযান চালানো হয় । এ সময় ডিলারের গুদাম থেকে চুরি করে গোপন করে রাখা ৩০কেজি চালের ১৬ টি বস্তা উদ্ধার করা হয়েছে । উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলে অভিযান চালিয়ে ৩০কেজি চালের ১৬টি বস্তা আটক করেছি, তবে ডিলার খালেককে এ সময় পাওয়া যায় নি, তবে তার বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে । ডিলার খালেক তার ফেসবুক আইডি তে তার পরিচয় দিয়েছে বাংলাদেশ কৃষক লীগের বইলর ইউনিয়ন শাখার আহব্বায়ক হিসেবে । খাদ্য বিভাগ সংশ্লিষ্ট ডিলার খালেকের ডিলারশিপ বাতিল সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান । খাদ্য অধিদপ্তর পরিচালিত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর দায়িত্ব রয়েছেন উপজেলা কর্মকর্তা উজ্জ্বল কুমার দও।তার গাফিলতির কারণে এমন ঘটনা ঘটনোর পেয়েছেন বলে জানান স্থানীয়রা । সরকারী নির্দেশনা অনুযায়ী কর্মকর্তাদের নিয়মিত অফিসে থাকার কথা থাকলেও সাধারণ ছুটি ঘোষণার পর তাকে অফিসে পায়নি বলেও তারা অভিযোগ তুলেছেন । এই অভিযানে খাদ্য গুদামের কর্মকর্তা মোকলেছুর রহমান ত্রিশাল থানার উপ-পরিদর্শক উপস্থিত থাকলেও তাকে দেখা যায়নি ।
Discussion about this post