স্টাফ রিপোর্টার : আর.জে মিজানুর রহমান ইমন
কিশোরগঞ্জে জেলার পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে পাষন্ড প্রবাসী স্বামীর আবু বক্কর সিদ্দিকের হাতে স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) খুন হয়েছে । ঘটনাটি ঘটেছে, ২০জুলাই সোমবার রাত ১২টার দিকে । নিহত মাহফুজা হলেন, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বীরইখালপাড় গ্রামের সোরহাব উদ্দিনের মেয়ে । এ ব্যাপারে নিহত মাহফুজা খাতুনের বাবা সোরহাব উদ্দিন ২১জুলাই মঙ্গলবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেন । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জাংগালিয়া ইউনিয়নের মৃত মোর্শেদ উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিকের সঙ্গে ১২ বছর আগে মাহফুজা খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয় । তাদের সংসারে জিহাদ (১০) ও জাহিদ (৫) নামের দুটি ছেলে সন্তান আছে । পারিবারিক অভাব অনটনের কারণে আবু বক্কর সিদ্দিক শশুরবাড়ির সহযোগিতায় ছয় বছর আগে সৌদিআরবে যান এবং বিদেশে যাওয়ার পর সে স্ত্রী সন্তানের খরচ না দেওয়া মাহফুজা খাতুন দুই সন্তান জিহাদ ও জাহিদ কে নিয়ে বাবার বাড়ি চলে যান । এ নিয়ে প্রায় মোবাইল ফোনে স্বামী আবু বক্কর সিদ্দিকের সঙ্গে স্ত্রী মাহফুজার ঝগড়া হতো । এক পর্যায়ে তাদের মধ্যে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় । গত ১৭জুলাই আবু বক্কর সিদ্দিক ছুটি নিয়ে সৌদিআরব থেকে দেশে আসে পরে দুই পরিবারের লোকজন বসে তাদেরকে মীমাংসা করে দেন । পরে নিহত মাহফুজা খাতুন তার মা নাজমা খাতুন কে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে যান । কিন্তু পাষন্ড স্বামীর মনে ছিলো অন্য এক পরিকল্পনা পূর্ব বিরোধের জের ধরে ২০জুলাই সোমবার ঘুমন্ত স্ত্রী মাহফুজা খাতুন কে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে, এ সময় মেয়ের চিৎকার শুনে মা নাজমা সহ বাড়ির লোকজন এগিয়ে আসলে মাহফুজা খাতুন জানান, তার স্বামী তাকে কুপিয়েছে এই কথা বলার কয়েক মিনিট পরে তিনি মারা যান পাষন্ড স্বামী খুনি ঘটনাস্থলেই পালিয়ে গেছে । খবর পেয়ে আজ সকালে ২১জুলাই মঙ্গলবার পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । আসামী কে ধরতে পুলিশের অভিযান অবহ্যত থাকবে ।
Discussion about this post