জম্মু ও কাশ্মীর ইস্যুতে তুরস্ককে কোনো ধরনের হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছে ভারত।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে এমন কঠোর বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির সম্প্রচারমাধ্যম ‘এনডিটিভি’।
সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে ভারতীয় পদক্ষেপের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়াও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সহাবস্থানের কথাও জানান এরদোয়ান।
তবে জম্মু ও কাশ্মীর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুরোটাই অভ্যন্তরীণ, এ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে আসছে ভারত।
জম্মু ও কাশ্মীর ইস্যুতে এরদোয়ানের দেওয়া বিবৃতির জবাবে ভারত জানিয়েছে, জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে সমস্ত বিবৃতিকে প্রত্যাখ্যান করা হচ্ছে। কেননা এটি ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, ‘পাকিস্তানের সংসদে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। পাশাপাশি তুরস্কের নেতৃত্বের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনোভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। পাকিস্তান থেকে যে সন্ত্রাসবাদের উৎপত্তি হচ্ছে যার প্রভাব পড়ছে ভারতসহ অন্যান্য দেশে, সেই ব্যাপারেও সতর্ক থাকার অনুরোধ করছি।’
Discussion about this post