ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।আটকৃতরা বেথুলী গ্রামের আফছার উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করছিল পুলিশের দাবি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজর রহমানের সাথে আলাপ কালে তিনি এই প্রতিবেদক কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেথলী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ককটেল, দেশীয় তৈরি অস্ত্র, ৪টি লোহার রড, ২টি ছোরাসহ লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয় বলেও জানান তিনি । আটককৃতরা হলো, ঝিনাইদহ জেলা শিবিরের সাবেক সভাপতি উপজেলার ষাটবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, কালীগঞ্জ উপজেলা সভাপতি মহেশ্চচান্দা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক কমলাপুর গ্রামের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন, শিবির কর্মী মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন, হাসিলবাগ গ্রামের আলী হোসেনের ছেলে আহসান হাবীব, আব্দুল করিমের ছেলে ইব্রাহিম হোসেন, দামোদারপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে এনামুল ইসলাম ওরফে ইমন, হোসেন আলীর ছেলে মোঃ হাবিবুল্লাহ, পান্তাডাঙ্গা গ্রামের নাজমুস সাদাতের ছেলে নাজমুস সালেহীন, মাগুরা গ্রামের মৃত কবি বাবর আলীর ছেলে হোসাইন ওয়াইস কুরুনী ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মোঃ বায়েজীদ বোস্তামী। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া আরো জানান, উপজেলার বেথুলী গ্রামের একটি বাড়িতে ১১ শিবির কর্মী নাশকতা সৃষ্টির লক্ষ্যে মিলিত হয়েছিল।এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয় । আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নাশকতামূলক কর্মকাণ্ড মামলা রুজু করা হয়। আটককৃতদের শনিবার ঝিনাইদহ বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।
Discussion about this post