স্টাফ রিপোর্টার, আর.জে মিজানুর রহমান ইমন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১২ নম্বর আছিম পাটুলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ইউড্রেইন (কালভার্ট) নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যাবহার করায় মোহাম্মদ আলী আলম কে (৭ জুলাই) মঙ্গলবার বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ । জানা গেছে এই ইউপি সদস্য, এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তার তালেব আলীর ক্ষেতের পাশে খাপসার খালে ইউড্রেইন নির্মাণ কাজে রডের ব্যাবহার না করে বাশঁ দিয়ে ঢালাইয়ের কাজ করায় আলম কে বরখাস্ত করা হয়েছে । ইউড্রেইন নির্মাণে অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে ।
Discussion about this post