নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফী বিন মোর্তুজার উদ্যোগে জেলা কারাগারের ১৪৪ কয়েদির মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক,গ্লাভস এবং সাবান প্রদান করা হয়েছে।
রবিবার কারাগার চত্বরে জেলসুপার মুজিবুল হকের কাছে এসব উপকরণ তুলে দেন মাশরাফী।
এ সময় সংসদ সদস্য মাশরাফী বলেন, ওরা আমাদের সমাজেরই মানুষ। কয়েদিরা তাদের কর্মের জন্য সাজা ভোগ করলেও বৈশ্বিক এই দূর্যোগে তাদের নিরাপত্তা দেয়াটা জরুরি। সে জন্য এই ব্যবস্থা নেয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলার মোহাম্মদ সায়েম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু প্রমুখ।
Discussion about this post