কাটিয়া যুব সংঘের কমিটি গঠন উজ্জ্বল সভাপতি ও লাল্টু সম্পাদক নির্বাচিত
আজহারুল ইসলাম সাদীঃ
সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ কাটিয়া যুব সংঘের নয়া কমিটি গঠন হয়েছে।
সর্ব সম্মতিক্রমে শেখ জুলফিকার রহমান উজ্জ্বল’কে সভাপতি ও মীর মাহমুদুল হাসান লাল্টু’কে সাধারণ সম্পাদক করে কাটিয়া যুব সংঘের নতুন কমিটি গঠন হয়েছে।
এ লক্ষে ১৯জুন-২০২০ রোজ শুক্রবার কাটিয়া যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন, মীর মোশারাফ হোসেন মন্টু, হারুন অর রশিদ হারু, সোনালী ব্যাংক ভোমরা শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কমিটির সদস্যরা হলেন-
১। সভাপতি – শেখ জুলফিকার রহমান (উজ্জ্বল)
২। সহ-সভাপতি-১ – মোঃ আজিজুল ইসলাম (ঢালী)
৩। সহ-সভাপতি-২ – মোঃ আফতাবুজ্জামান (মিল্টন)
৪। সাধারণ সম্পাদক – মীর মাহমুদুল হাসান (লাল্টু)
৫। যুগ্ম সাধারণ সম্পাদক-১ – মোঃ সাইফুল ইসলাম খাঁন (বাবু)
৬। যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ আমানুর রহমান (সুমন)
৭। কোষাধ্যক্ষ – মোঃ আব্দুল কাউয়ুম (শাহিন)
৮। সহ-কোষাধ্যক্ষ – মীর মনোয়ার হোসেন (আকিব)
৯। সাংগঠনিক সম্পাদক – শেখ মোস্তাক আহমেদ (শাহিন)
১০। দপ্তর সম্পাদক – শেখ আসাদুজ্জামান (রাজু)
১১। প্রচার সম্পাদক – আহম্মাদুল কবির (বাবু)
১২। মহিলা সম্পাদিকা – জান্নাতুল ফেরদৌস (সম্পা)
১৩। ক্রীড়া সম্পাদক – মীর মোত্তর্জা হাসান (লিটু)
১৪। সাংস্কৃতিক সম্পাদক – মোঃ লিটন শেখ
১৫। সদস্য-১ – শেখ শাহাদাতুল করিম (বাপ্পী)
১৬। সদস্য-২ – শেখ গোলাম মোস্তাকিম
১৭। সদস্য-৩ – মোঃ শরিফুল ইসলাম (ঢালী)
১৮। সদস্য-৪ – শেখ আশরাফুর রহমান (রকি)
১৯। সদস্য-৫ – সৈয়দ আল ইমরান।
Discussion about this post