পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় পার্টি জেপির মনোনীত প্রার্থী মো.নুরুল আমিনের নির্বাচনী প্রতীক বাই সাইকেল মার্কার পক্ষে বিরাট মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বাশুরি গ্রাম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয় কাউখালী মহিলা কলেজ এলাকায়। পরে পথসভায় বক্তব্য রাখেন জেপি মনোনীত প্রার্থী মো.নুরুল আমিন, উপজেলা জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সমাজসেবক লেঃ কর্ণেল(অব) মো. নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা শেখ লিটন, যুবসংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্র সমাজের সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সভায় বক্তারা আগামী ২১ জুন কাউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্ষীয়াণ রাজনীতিক, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.নুরুল আমিনকে বাই সাইকেল মার্কায় দলমত নির্বীশেষে ভোট দিয়ে নির্বাচিত করে কাউখালীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান
Discussion about this post