আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলার শাকদহা বাজারে সরকারি রাস্তার পার্শ্বেই দোকানঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে, জানা গেছে, গত ২০ মে ঘুর্ণিঝড় আম্ফান এর তান্ডবে শাকদাহ বাজারে অবস্থিত পুরাতন একটি শিশু গাছ হেলে পড়ে, গাছটি কর্তন পূর্বক একই স্থানে সরকারি রাস্তার লাগোয়া পাকা দোকানঘর নির্মাণের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে, দোকান ঘরটি নির্মাণ করা হলে সরকারি রাস্তায় জনসাধারণের চলাচলের ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হবে বলে স্থানীয়দের অভিমত। এমতাবস্থায় একই এলাকার মোহাম্মদ আলির ছেলে প্রতিবাদী যুবক ফরিদুজ্জামান (৩০) ২৩ জুন অবৈধ এই দোকানঘর নির্মাণকারী অত্রালাকার রাহাজ্জান খান এর ছেলে আব্দুল আলিম (৫৫) মৌখিক ভাবে নিষেধ করলেও আব্দুল আলিম বিষটি আমলে না নিয়ে দোকানঘর নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকেন। এমতাবস্থায় অত্রালাকার জনসাধারণের সুবিধার্থে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। উপজেলা চেয়ারম্যান বিষয়টি আমলে নিয়ে বিহিত ব্যাবস্থা নিতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশ দিয়েছেন। স্থানীয়বাসীর আকুল আবেদন দ্রুত দোকান ঘরের নির্মাণ কাজ বন্দ করে জনসাধারণের চলাচলের রান্তাটি প্রসস্ত করে দেয়া হোক।
Discussion about this post