পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাশ দিয়ে বহমান রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ হাজার মিটার বেড় জাল আটক করা হয়েছে। পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির সহযোহিতায় উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার দিনভর এ অভিযান চালানো হয়। পরে আটক করা জালগুলো মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়। এ সময় পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মন্ডল, কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা এসব সুক্ষ ফাঁসের জাল দিয়ে মাছ ধরছিল। যে কারণে অবৈধ এসব জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়। আটক করা জালের মূল্য প্রায় দেড় কোটি টাকা
Discussion about this post