সমস্যা সমাধানে কতৃপক্ষের আশ্বাসে শুক্রবার সকাল থেকে তারা কাজে যোগ দেন।
পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহের পাশাপাশি নিরাপত্তা এবং হোস্টেলে খাবার ব্যবস্থা করা- এই পাঁচ দফা দাবীতে কর্ম বিরতির ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবী আদায় না হলে কাজে যোগ দেবেন না বলেও জানান তারা।
হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম জানান, “বিষয়টি লিখিত আকারে পেয়েছি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছেন।”
Discussion about this post