প্রতিনিধি দশমিনা
প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বৃষ্টিস্নাত কর্দমক্ত চার মাইল পথ পায়ে হেটে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা সাজু। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের পশ্চিম বড় গোপালদী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন তিনি। এ সময়ে এমপি বলেন, কমিউনিটি ক্লিনিক মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার ফসল, সাধারণ জনগণ কমিউনিটি ক্লিনিকে এসে স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন। কমিউনিটি ক্লিনিকে জনগণ স্বাস্থ্য সেবা-সহ বিনামূল্যে ৩০ প্রকার ঔষধ পাবেন। কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মোস্তাফিজুর রহমান,দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন,কমিউনিটি ক্লিনিকের জমিদাতা হাজি মো. জয়নাল আবেদিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিমুর রাইহান শাহিন,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আল-আমিন মুন্সি,উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মহল্লাদার, সাধারণ সম্পাদক হাসান সেরেনিয়াবাদ,সরকারি কলেজ শাখার সভাপতি রাকিব গাইন ও সাধারণ সম্পাদক মো. হাফিজ প্রমুখ। উদ্ভোধন শেষে এমপি ৩ টাকা দিয়ে টিকিট কেটে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
Discussion about this post