, তারকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলায় তারাকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধে এক বৃদ্ধা কৃষক খুন হয়েছে, নিহত ব্যাক্তি হলেন তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নের করণগুয়া গ্রামের মণির উদ্দিন (৮০) ২৪ এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটার দিকে জমি নিয়ে মণির উদ্দিনের সাথে কথা কাটাকাটি লাগলে রিয়াজ উদ্দিন ও তার সহযোগিরা এক পর্যায়ে কিল খুষি মারলে এতে মণির উদ্দিন (৮০) মারাত্মক ভাবে আহত হলে ঘটনাস্থলে তিনি মারা যান । তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করেছে তারাকান্দা থানা পুলিশ । মামলা প্রক্রিয়াধীন আছে অভিযুক্তরা পলাতক গ্রেফতারের চেষ্টা চলছে ।
Discussion about this post