শুক্রবার (২রা অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নূরজাহান বেগম কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। এক সপ্তাহের বেশি আইসিইউ’তে থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নূরজাহান বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৮ সন্তানের জননী নূরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নাগর্ভা মা নির্বাচিত হন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। তার একান্ত প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব পালন করেন।
Discussion about this post