মহামারির বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। বিশ্বের নামীদামী সব ফ্যাশন হাউসগুলোও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হাত মিলিয়েছে। তারা বিভিন্ন ডিজাইনের ফেস মাস্ক তৈরি করছে এবং দান করছে। বিক্রির জন্যও নানান ডিসাইনের মাস্ক উৎপাদন করছে এসব কোম্পানি। চলুন বিশ্বের নামী ফ্যাশন হাউসগুলোর মাস্কগুলো সম্পর্কে জেনে আসি।
লুই ভুটন
হাউস অব মাসাবা
হাউস অফ মাসাবা সমস্ত স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা মানাকে সামনে রেখে অনুদানের জন্য অ-সার্জিক্যাল মাস্ক উৎপাদন শুরু করেছে। এই মুখোশগুলি ধোয়া যায় এবং পুনরায় ব্যবহারযোগ্য এবং ব্র্যান্ডের ওয়েবসাইটে বিক্রয় করা হচ্ছে।
ফেন্দি
ইতালীয় বিলাসবহুল ফ্যাশন হাউস ফেন্দি সিল্ক ফেস মাস্ক নিয়ে এসেছে যাতে এর আইকনিক লোগোটি রয়েছে।
নিতিয়া বাজাজ
ডিজাইনার নিতিয়া বাজাজ হস্তশিল্পের মাস্ক প্রস্তুত করতে শুরু করেছেন। যা বিক্রি করার পাশাপাশি দাতব্য প্রতিষ্ঠানের জন্যও দিচ্ছেন।
চ্যানেল
বিলাসবহুল ফ্যাশন গোষ্ঠী চ্যানেল ফ্রান্সে ফেস মাস্ক উৎপাদন শুরু করেছে। ব্র্যান্ডটি প্রতিরক্ষামূলক মাস্ক প্রস্তুত করছে। ইনস্টাগ্রামে তাদের তৈরি মাস্কের ছবি প্রকাশিত হয়েছে। তবে এই ব্র্যান্ডটি এ ব্যাপারে কিছু জানায়নি।
অফ-হোয়াইট
অফ-হোয়াইট আমেরিকান ডিজাইনার ভার্জিল অ্যাবলো দ্বারা প্রতিষ্ঠিত একটি ইতালীয় বিলাসবহুল ফ্যাশন লেবেল এবং তারা কালো এবং সাদা রঙে সাধারণ লোগো ফেস মাস্ক বিক্রি করছে।
সুপ্রিম
একটি জনপ্রিয় আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড সুপ্রিম। বিশ্বজুড়ে খ্যাতিমান ব্যক্তিরা এই ব্র্যান্ড ব্যবহার করেন। সুপ্রিম লাল রঙের লোগো ফেসমাস্ক প্রস্তুত করছে।
লিমেরিক বাই আবির এন নানকি
সমসাময়িক ফ্যাশন ব্র্যান্ড লিমেরিক বাই আবির এন নানকি ফেস একাধিক ফিল্টারযুক্ত মাস্ক তৈরি করছে।
Discussion about this post