করোনাভাইরাসের প্রথম আয়ুর্বেদিক ওষুধ তৈরির দাবি করেছে ভারতীয় যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি। হরিদ্বারে আজ এক সংবাদ সম্মেলনে রামদেব দাবি করেন, তাদের ওষুধ ব্যবহারে মাত্র ৭দিনেই পরাজিত হবে করোনাভাইরাস।
রামদেব জানান, হরিদ্বারের পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট ও জয়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে করোনিল আর ‘স্বসারি’ নামের দুটি ওষুধ। বিস্তর গবেষণা, প্রমাণ আর পরীক্ষা করে তবেই ওষুধ দুটি প্রস্তত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দিল্লি, আহমেদাবাদসহ বিভিন্ন শহরের ২শ’ ৮০ জন করোনা আক্রান্ত রোগীর ওপর ওষুধ দুটির ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে।
রামদেবের দাবি, এর ব্যবহারে ৩ দিনে ৬৯ শতাংশ করোনা আক্রান্ত রোগী সেরে উঠতে থাকে, আর ৭ দিনের মধ্যে ১শ’ শতাংশ করোনা আক্তান্তের রিপোর্ট নেগেটিভ আসে।
Discussion about this post