শ্রীলঙ্কা সফর সামনে রেখে ক্যাম্পের আগে ১৭ জন ক্রিকেটারসহ ২৪ জনের করোনা টেস্ট হয়েছিলো। সে পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন সাইফ ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি। এরপর দ্বিতীয় দফা পরীক্ষাতেও পজিটিভ হয়েছিলেন সাইফ। তবে লি নেগেটিভ হয়ে যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে।
স্কিল ক্যাম্পে মোট ২৭ জন ক্রিকেটারের প্রাথমিক স্কোয়াড দিয়ে শুরু হয়েছে ক্যাম্প। এই ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে আছেন সাইফও। শিগগিরই মাঠে ফিরবেন বলে আশা করছেন তিনি।
Discussion about this post