করোনাভাইরাসের প্রভাবে ব্যস্ত রাজধানী মানবশূন্য হয়ে উঠেছে। যেখানে সকাল-সন্ধ্যায় পুরোদমে চলত হোটেল, সেখানে আজ একটিও খাবারের হোটেল খোলা নেই। এতে করে নগরীর অসহায় কুকুর-বিড়াল খাবার পাচ্ছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় অসহায় কুকুর-বিড়ালগুলো। সরেজমিন রাজধানীর ইসলামপুর, বাবুবাজার, নাজিরা বাজার, শাহবাগ, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় কুকুর-বিড়ালগুলো আগের মতো খাবার না পেয়ে এদিক-সেদিক ছোটাছুটি করছে। তাদের হয়তো জানা নেই করোনার জন্য ফাঁকা রাজধানীতে একটিও খাবারের দোকান খোলা নেই। আজ রাজধানীর উত্তরায় না খেতে পেয়ে শুয়ে রয়েছে।
বিভিন্ন স্থানে লোকদের সাথে কথা বলে দৈনিক সর্বকণ্ঠ , অনেকেই বলেন এই মুহূর্তে আমরা যে কেউ চাইলেই বাসা থেকে বাইরে যেতে পারছি না। আমাদের বাসার সামনে প্রতিদিনই কিছু কুকুর আসে গেটের সামনে। ওদেরকে প্রতিনিয়ত আমরা খাবার দিচ্ছি। কিন্তু খারাপ লাগার বিষয় দেশের বর্তমান পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় বাইরের কুকুরগুলো না খেয়ে বেঁচে আছে। সরকারের উচিত অসহায় মানুষগুলোর পাশাপাশি অবলা এই প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা করে দেওয়া। আমরা যে যেখান থেকে পারি কুকুর-বিড়ালের খাবারের ব্যবস্থা করি। ওরাও জীববৈচিত্রের একটি অংশ।
Discussion about this post