আবারও কোভিড নাইনটিনে দৈনিক প্রাণহানির শীর্ষে ভারত। ২৪ ঘণ্টায় ১১শ ২৯ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৫ হাজারের বেশি। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৭২ হাজার ৮শ’। মোট আক্রান্ত ৪২ লাখ ৭৭ হাজারের ওপর।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে সংক্রমণ ও প্রাণহানি। সোমবার ৩১৫ জনের প্রাণ গেছে ব্রাজিলে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১০ হাজারের কিছু বেশি। যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৩শ’র নিচে। ২৫ হাজারের মতো আক্রান্ত শনাক্ত হয়েছে প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে থাকা দেশটিতে।
একদিনে বিশ্বজুড়ে প্রায় ৩ হাজার ৭শ’ প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৯৫ হাজার।
Discussion about this post