মো: আক্তার হোসেন
সারা দেশে যখন স্বাস্থ্য বিভাগের ডাক্তার নার্সসহ স্বাস্থ্য কর্মীরা মহামারী নোবেল করোনা পরিস্থিতিতে নিজেদের জীবন বাজী রেখে কাজ করে একদিকে যেমন আক্রান্ত হচ্ছেন অপর দিকে মারাও যাচ্ছেন।সিলেট সদর উপজেলা আকিলপুর কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি জামিল আহমদ স্বাস্থ্যসেবা দিতে গিয়ে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি স্যাম্পল দেন এবং ৬ই জুন তার পজেটিভ রেজাল্ট আসে ।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ সিরাজুম মুনিরের নিবিড় পর্যবেক্ষণ এবং দিক নির্দেশনায় বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন। শারীরিক অবস্থার উন্নতি হলে ১৭ জুন আবার কোভিড ১৯ এর স্যাম্পল দিলে আজ ১৯ জুন নেগেটিভ আসে।
হেলথ প্রোভাইডার জামিল আহমদ বলেন, এ পর্যন্ত সারাদেশে ১৬০ জনের অধিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) স্বাস্থ্যসেবা প্রদান এবং করোনা রোগীর স্যাম্পল কালেকশন করতে গিয়ে কোভিড ১৯ নোবেল করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে ২ জন মারা গেছেন। তিনি অসুস্থ অবস্থায় অনেকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং দোয়া করেছেন। তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Discussion about this post