কমল বাউফল প্রতিনিধিঃ
বাউফল উপজেলার ৬ নং কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার দিবাগত রাতে বগা-বাহেরচর সড়কে কনকদিয়া ইউনিয়নে বৌলতলী চৌরাস্তায় সরকারী গাছ কেটে নেয়ার
খবর পেয়ে, বগা ফারির পুলিশ আসলে পুলিশকে দেখে পালিয়ে যায়। কর্তব্যরত পুলিশ ওখান থেকে কর্তনরত আকাশমনি গাছ,একটি দা,একটি কুঠার ও একটি ভ্যানগাড়ী জব্দ করে স্থানীয় গ্রাম-পুলিশ দলিল উদ্দিন মোল্লার জিম্মায় রাখে।ভ্যানের মালিকের পরিচয় জানা যায়।পার্শবর্তী আয়লা গ্রামের কালা মল্লিকের ছেলে মোশারেফ মল্লিক।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কিছু ব্যক্তি জানান, প্রতিনিয়ত ইউপি চেয়ারম্যানের ও তার সাথে চলা তারেক তালুকদার, জাহিদ শিকদার, জুয়েল সিকদার, সোহাগ সিকদার এরা সকলেই ইউপি চেয়ারম্যানের ক্যাডার বাহিনী ও মাদক বিক্রেতা। প্রতিনিয়তই কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এরকম সরকারি গাছ কেটে থাকে। চেয়ারম্যান সরকারদলীয় প্রভাবশালী লোক হওয়ায় এ ঘটনায় কেউ বাধা দেননি বলেও তিনি জানান।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করায় একবার ফোন ধরে, সাংবাদিক পরিচয় দেওয়ার পর থেকে আর ফোন ধরেননি।
Discussion about this post