এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মরহুমের স্ত্রী সুলতানা পারভীন। তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ স্বাক্ষরিত এক চিঠিতে শোকের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়- এমপি ইসরাফিল আলমের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। নওগাঁর গান্ধী আশ্রমের কল্যাণমূলক কর্মকাণ্ড এবং পুনরুদ্ধারে ইসরাফিল আলমের অবদানের জন্য আমরা তাকে গভীরভাবে স্বরণ ও শ্রদ্ধা করি। পাশাপাশি এমপির পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় ওই চিঠিতে। শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন যাবত রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন এমপি ইসরাফিল আল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post