অপরিকল্পিতভাবে মসজিদ তৈরি ও মসজিদে দান করার বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন,’এটা খুবই দুঃখ জনক যে, নামাজ পড়া অবস্থায় এসি বিস্ফোরণ হলো, আবার এতটুকু একটা জায়গায় ৬টা এসি লাগানো হয়েছে। গ্যাসের পাইপ লাইনের ওপরই নাকি এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কোন নির্মাণ কাজ হয় না। আমি জানি না, রাজউক এ ধরণের পারমিশন দিয়েছে কিনা। এমন পারমিশন তো দেবার কথা না, দিতে পারে না। দেয়া উচিত না। এটা আশঙ্কা জনক। এখন তদন্ত করে দেখা হবে।’
Discussion about this post