তিনি বলেন, ভোটারদের ভোট গণনা করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তাদের একবার ‘সরাসরি ভোট কেন্দ্রে’ গিয়ে আরেকবার ‘মেইলের মাধ্যমে’ ভোট দেওয়া উচিত।
বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্প আরো বলেন, ‘মেইলের মাধ্যমে তাদের ভোটটি পাঠাতে দিন এবং ভোটকেন্দ্রে গিয়েও তাদের ভোট দিতে দিন’। যদিও নির্বাচনে দুইবার ভোটদানের চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ।
তার এই মন্তব্যে উদ্বিগ্ন দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা। বলছেন, ট্রাম্প দেশের নাগরিককে আইন লঙ্ঘন করতে অনুপ্রাণিত করছেন। তাই তারা দেশের নাগরিককে প্রেসিডেন্টের কথায় কান না দেওয়ার আনুরোধ জানিয়েছেন। এক টুইটারে আমেরিকান সিভিল লিবাটিস ইউনিয়ন বলেন, ‘দুইবার ভোট দেওয়া অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। দয়া করে কেউ প্রেসিডেন্টের কথায় কান দিবেন না’।
Discussion about this post