পটুয়াখালীর দশমিনায় গতকাল সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসনের প্রায় দপ্তরের কর্মকর্তা শুন্য পাওয়া গেছে। এ কারনে বিভিন্ন ইউনিয়ন থেকে কাজ কর্ম করতে আসা শত শত মানুষ ভোগান্তির স্বীকার হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা নির্বাহী অফিসার সহ প্রায় দপ্তরের কর্মকর্তারা অফিসে নেই, দুর দূরন্ত থেকে আসা শত শত মানুষ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছে, কয়েকজন আবার লাইভে ছেড়েছে অফিসের কর্মকর্তা কর্মচারিদের না থাকার বিষয়। এ সময়ে স্থানীয় সংসদ সদস্য এস এস শাহজাদা উপজেলা পরিষদের সামনে আসলে বিভিন্ন দপ্তরে দাপ্তরিক কাজে আসা মানুষ তার কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে উপজেলা প্রকৌশল অধিদপ্তর,প্রাথমিক শিক্ষা, কৃষি অফিসের কর্মকর্তা সহ কয়েকটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অফিস করতে দেখা। স্থানীয় সংসদ সদস্য এস. এস শাহজাদা এর কাছে এ বিষয়ে যানতে চাইলে তিনি বলেন আমি নিজে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেছি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী অফিসে নেই , আজ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান শামছুর রহমান সাহেবের বাবার কুলখানিতে সবাই অফিস না করে চলে গেছে এতে করে ভোগান্তিতে অনেক মানুষ। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ছাড়াও বলেন সচিব সাহেবের বাবার কুলখানিতে উপজেলার ২০ হাজারের মত মানুষকে ৫০ লক্ষ টাকার মত খরচ করে খাওয়াচ্ছেন এত টাকার উৎস কোথায় আমি এ ব্যাপারে বাংলদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে জানাতে আপনাদের মাধ্যমে জানাতে চাই। তিনি আরও বলেন কুলখানীর এই অনুষ্ঠানটি যে কোণ বন্ধের দিন করতে পারত। এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে বলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে অফিস করছেন আমি সচিব মহোদয়ের সাথে আছি।
ADVERTISEMENT
Discussion about this post