ঈদের ছুটিতে বন্যা পরিস্থিতির অবনতি হলে, সে বিষয়ে সার্বিক প্রস্তুতি রাখার নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই নির্দেশনা দেয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত জেলাগুলো ত্রাণ ও উদ্ধার তৎপরতা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, নদী ভাঙ্গন, স্বাস্থ্য সেবা, পণ্য পরিবহণ, ত্রাণ বিতরণ খাদ্য মজুদসহ সামগ্রিক বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
দেশে বন্যা পরিস্থিতি, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, কৃষিখাত, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস।
Discussion about this post