আজ বুধবার (২০শে মে) সন্ধ্যা ৬টা নাগাদ সুন্দরবন দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এই সুপার সাইক্লোন। এদিকে বরিশাল ও খুলনা বিভাগে প্রায় ১২ লাখ এবং চট্টগ্রাম জেলায় ৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৪৫ কিলোমিটার ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ২০০ থেকে ২২০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। এছাড়া চর ও নিন্মাঞ্চলে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
Discussion about this post