সেল্টার বিপক্ষে পয়েন্ট হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখলের দৌড়ে খানিকটা হোঁচট খায় মেসি–সুয়ারেজরা। আজ জিতলে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে রিয়াল মাদ্রিদ সমীকরণটা ছিল এরকম। শেষ পর্যন্ত হলোও তাই। কারণ আজ রিয়াল মাদ্রিদ এস্পানিওলের বিপক্ষে ১–০ গোলের ব্যবধানে জিতেছে।
ঘরের মাঠে দুর্দান্ত খেলেছে এস্পানিওল। শক্তিমত্বায় ঢের এগিয়ে থাকলেও খেলায় রিয়াল মাদ্রিদের ছিল না চেনা ছন্দ। সুযোগ তৈরি হলেও জাল খুজে পাচ্ছিলেন না হ্যাজার্ড, করিম বেনজেমারা।
তবে বিরতিতে যাওয়ার আগেই লিড নেয় গ্যালাক্টিকোরা। বেনজেমার দুর্দান্ত পাসে নিশানা খুজে পান মিডফিল্ডার ক্যাসেমিরো। দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি রিয়াল।
দীর্ঘ বিরতির পর টানা পাঁচ জয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে মাঠ ছাড়ে মাদ্রিদ। ৩২ রাউন্ড শেষে ২১ জয় আট ড্রয়ে জিদান শীষ্যদের পয়েন্ট ৭১। দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৬৯।
Discussion about this post