এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কৃষি অফিসের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে একশত ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একশতটি ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাউছার হোসেন,যুব উন্নয়ন অফিসার ফজলুল হক,মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, উপ-সহকারী কৃষি অফিসার দীজেন কুমার সরকার, কেরামত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post