এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিবস উপলক্ষে সেলাই মেশিন দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষনপ্রাপ্ত ৬ জন দরিদ্য ও অসহায় মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আফছার আলী, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post