এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নতুন করে কিশোরী করোনায় আক্রান্ত । ৪ টি বাড়ী লকডাউন করা হয়েছে। রোববার সকালে আক্রান্তের বাড়ী পরিদর্শন করে লাল নিশারা ঝুলিয়ে লকডাউন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
জানা গেছে, গত ১৮ মে উপজেলার পাঁচুপুর গ্রামের উজানপাড়ার শাহীন খানের মেয়ে নিশা খাতুন(১৬) এর গলাব্যাথা, সর্দি, কাশি এবং জর হলে ৫ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। শনিবার রাতে পাঠানো নমুনার রিপোটে ১ জনের পজিটিভ এবং ৪ জনের নেগেটিভ আসে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম জানান, আক্রান্তের বাড়ীসহ পার্শ্ববর্তী আরও তিনটি বাড়ী লকডাউন করে ওয়াড কমিটিকে তাদের নিত্যপণ্য প্রয়োজন মেটাতে দায়িত্ব দেওয়া হয়েছে। এসময় গ্রামবাসীদের স্বাস্থবিধি মেনে চলতে এবং আক্রান্তদের সার্বিক সহযোগিতার আহবান জানান তিনি।
Discussion about this post