নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স অভিমান ভেঙে আবারো ক্রিকেটে ফিরবেন এই গুঞ্জন বেশ কয়েকমাস ধরেই বাতাসে ভাসছে। অবশেষে জানা গেল তার ফেরার দিনক্ষণ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আবার তাকে দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যাবে বলে জানা গেছে।
২০১৮ সালের মে মাসে হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট থেকে তার এই হঠাৎ প্রস্থান যে অভিমান করেই ছিল তা পরে প্রকাশও করেছেন। জাতীয় দল থেকে দূরে সরে গেলেও ফ্র্যাঞ্চ্যাইজি ক্রিকেট মাতিয়ে চলেছেন সমানে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে প্রয়োজনেই তাই আবার মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রিকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা করে আসছে দেশটির ক্রিকেট বোর্ড।
অবশেষে সেসব সত্যি করে মাঠে ফিরতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই মূলত দলে ফিরবেন তিনি। সেই লক্ষ্যে আগামী জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ও ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ বাউচার।
Discussion about this post