সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা ভূমি কমিটির সভাপতি ও কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল খালেক অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আব্দুল খালেক এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রসঙ্গত, আব্দুল খালেক গত রবিবার (১মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কুকোডাঙ্গা মোড় নামক স্থানে ভাড়ায় চালিত মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে আসার সময় অপর একটি মোটর সাইকেলের ধাক্কায় পড়ে যেয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। তাকে খুলনা ২৫০ শর্যা হাসপাতালে ভর্তি করার পর হঠাৎই কয়েকদিন আগে তার গ্রামের বাড়ির মসজিদের মাইকে মৃত্যুর খবর প্রচার করা হলে মিডিয়াতে ও ছড়িয়ে পড়ে উক্ত ঘটনা, কিন্তু পরবর্তী তে জানা যায় তিনি জীবিত আছেন। কয়েক দিন জীবিত থাকার পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ ৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
Discussion about this post